ফেনী প্রতিনিধি :
ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে গত বুধবার রাত ১২টায় সৃষ্ট যানজট এখনো ছাড়েনি। শুক্রবার সকালে চট্টগ্রামমুখী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের মীরসরাই অংশের চারটি লেন বন্ধ হয়ে আটকা পড়েছে হাজার হাজার যান। রাত-দিন মহাসড়কে আটকা পড়ে অমানবিক দুর্ভোগে পড়েছে মানুষ।
শুক্রবার রাতে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার সহ স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যানজটে আটকে পড়া মানুষের পাশে দাড়ীয়েছে। বিকেলে পুলিশ সুপারের পক্ষ থেকে পানি বিতরন করা হয়েছে।
যানজট ফেনী থেকে মীরসরাইয়ের হাদিফকির হাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে হাইওয়ে থানার পুলিশ ।