নিউজ ডেস্ক :
ভারত সরকারের আয়োজনে বাংলাদেশের গণমাধ্যম মালিক প্রতিনিধিদের একটি প্রভাবশালী দল এক সপ্তাহের সফরে নয়াদিল্লিতে অবস্থান করছে।
প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের ও বসুন্ধরা মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর প্রমুখ।
সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (৮ মে) বাংলাদেশ থেকে গণমাধ্যমের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার নয়াদিল্লির নর্থ ব্লক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তারা আলাদাভাবে সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে।
এছাড়া প্রতিনিধিদলটি এদিন দিল্লি-মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট করপোরেশনের সিইও ও এমডি শ্রী অলকেশ শর্মার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শ্রী শর্মা তার প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের অবহিত করেন এবং এ বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
প্রতিনিধিদলটি নয়াদিল্লিতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) কার্যালয় পরিদর্শন করেন। এসময় পাওয়ার ট্রেড করপোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান দীপক অমিতাভ দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।