সোনাগাজীতে প্রতিবন্ধির জমি জবরদখল : থানায় অভিযোগ

সোনাগাজী প্রতিনিধি > ফেনীর সোনাগাজীতে নুর নবী নামের এক প্রতিবন্ধির পৈত্রিক জমি জবরদখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের এবাদুল হক, অাবুল খায়ের ও অাবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবন্ধি নবী বাদি হয়ে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ১৭এপ্রিল সকালে  মঙ্গলকান্দি মৌজায় বিএস ১৬৬ খতিয়ানের ৪৯৯৩ দাগে ৪ শতক, ৪৯৫৮ দাগে ৭ শতক ও ৪৯৮৫ দাগে ১৬ শতক সর্বমোট ২৭ শতক ওয়ারিশি জমিতে মাটি ভরাট করে দখল করে নেয় উল্লেখিত ভুমিদস্যুরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে প্রতিবন্ধিকে হত্যার হুমকি দেয় ভুমিদস্যুরা।

হুমকির অভিযোগ অস্বীকার করে অাবুল কাশেম জানান, ওয়ারিশি জমিতে নির্মান কাজ করতে গেলে বাদী পক্ষ বাধা দেয়। থানায় বৈঠকে মিমাংসা করা হবে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *