ফেনীর সোনাগাজী উপজেলাস্থ সোনাপুর রহমতনগর মাদ্রাসার ছাত্র অানোয়ার রাকিব (১৩) গত ৯ দিন নিখোঁজ । সে সোনাপুর গ্রামের বাহার উল্যাহ ও লাইলি বেগম এর ছেলে। ।
২৮এপ্রিল শনিবার সকালে বাড়ী থেকে মাদ্রাসা উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। পরদিন তার পিতা বাদী হয়ে সোনাগাজী থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
(যদি কোন হৃদয়বান লোক শিশুটির সন্ধান পেয়ে থাকেন দয়াকরে নিম্ম নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ রইলো -০১৮১৪-৩৬৩৮৬৬)
#বাংলারদর্পন।