যুদ্ধাপরাধে বিএনপি নেতা মোমিন তালুকদারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

নিউজ ডেস্ক:

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের (খোকা) বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে (যুদ্ধাপরাধ) তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রাজধানীর ধানমন্ডিস্থ কার্যালয়ে তার বিরুদ্ধে আজ এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংকালে তিনি জানান, এটি সংস্থার ৬৪তম তদন্ত প্রতিবেদন।

আব্দুল মোমিন তালুকদার বর্তমানে বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন ১৯ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে।

এই আব্দুল মোমিন তালুকদার মুক্তিযুদ্ধকালীন বগুড়া জেলার আদমদিঘী থানার রাজাকার কমান্ডার ছিলেন।

এ আসামীর বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ জানুয়ারি তদন্ত শুরু হয়। তদন্তকালে মোট ২৯ জনের সাক্ষ্য নেয়া হয়। এছাড়াও তার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কপি সংযুক্ত করা হয়।

আজ ব্রিফিংকালে জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক এবং আব্দুল মোমিন তালুকদারের বিষয়ে তদন্ত কর্মকর্তা জেড এম আলতাফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *