৭৫ পরবর্তিতে বিএনপি যা করেছিল তার কর্মফল ভোগ করছে’

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য তিনি। এখন বিছানায় শয্যাশায়ী। দলের কর্মকাণ্ড একদমই থাকতে পারছেন না। একরকম মৃত্যুর প্রহর গুনছেন। তারপরও তাঁর কাছে কর্মীরা আসেন। কষ্ট হলেও কথা বলেন, টুকটাক। নেতারাও যান, দেখা করেন। গতকাল ছিল বিএনপির মানববন্ধন কর্মসূচি। এটা শেষ করে কয়েকজন কর্মী এবং স্থানীয় নেতা গেলেন দেখা করতে। অসুস্থ ঐ নেতা বিএনপির বর্তমান অবস্থা দেখে হতাশ। কর্মীদের বললেন, ‘জিয়াউর রহমান সাহেব রাজনীতি ডিফিকাল্ট করার কথা বলেছিলেন। আর তারেক বিএনপি করাই ডিফিকাল্ট করে দিয়েছে। বাপের বেটা একদম।’

কথা বলতে কষ্ট হয়। একদিন অন্তর অন্তর ডায়ালাইসিস করেন, তাই হাঁপিয়ে ওঠেন একটু কথা বললেই। বললেন, ’৭৫ এর পর আমরা আওয়ামী লীগের সঙ্গে যা যা করেছি। এখন তার প্রতিদান পাচ্ছি।’ এটাই নিয়ম। আর ক’দিন পরই মরে যাবো হয়তো। মরার আগে সত্য কথাগুলো বলা দরকার। অন্যের জন্য কবর খুঁড়লে, সেই কবরে নিজে পরার সম্ভাবনা থাকে।’ প্রবীণ এই নেতা বলেন, ‘আমরা ক্ষমতায় থাকতে যা করেছি, এখন আমরা তারই কর্মফল ভোগ করছি।’

এই প্রবীণ নেতার নাম তরিকুল ইসলাম। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *