দক্ষিণ কোরিয়ায় পা রাখলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন : বাংলারদর্পন 

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন কিম জং উন। ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের দীর্ঘ ৬৫ বছর পর উত্তর কোরিয়ার কোন প্রেসিডেন্ট দক্ষিণ সফরে গেলেন। সেখানে কিম দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কোরীয় উপদ্বীপ বিভক্তকারী সীমান্ত রেখায় কিম জং উনকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় পানমুনজামের ডিমিলিটারাইজড এলাকার পিস হাউসে, আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এই দুই নেতা। বৈঠকে উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারাও অংশ নেবেন।

ঐতিহাসিক বৈঠকে পারমানবিক কর্মসূচী ও দুই কোরিয়ার মধ্যে শান্তির বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকের আলোচ্য সূচী পূর্বেই নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচী প্রত্যাহার করে নেবে বলে প্রেসিডেন্ট মুনের কাছে প্রস্তাব দিতে পারে।

দুই কোরিয়ার সীমান্ত রেখা থেকে কিম জং উনের সঙ্গে করমর্দন করে স্বাগত জানান মুন জায়ে ইন। এসময় কিম সীমানা অতিক্রম করে উত্তর কোরিয়ার মাটিতে মুন জায়ে ইনকে পা রাখতে অনুরোধ করেন। তারপর কিম মুনেকে হাত ধরে সীমান্ত রেখা অতিক্রম করান। সেখানে তারা আবারো করমর্দন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *