ফেনীর কসকায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা | বাংলারদর্পন 

ফেনী প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে কুপিয়ে শফি উল্লাহ নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে খুন করেছে ইউপি মেম্বার। পূর্ব শত্রুতার জের ধরে এ নৃশংস হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে স্থানীয়দের ধারনা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কসকা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আবদুল্লাহর হোটেলে সন্ধ্যা ৭টার দিকে বসা ছিলেন শফি উল্লাহ। পূর্ব থেকে উৎপেতে থাকা ছনুয়া ইউপি মেম্বার ফরিদ সহ কয়েকজন দোকানে সশ্রস্ত্র হানা দেয়। এসময় কিছু বুঝে উঠার আগেই শফিউল্লাহকে ধামা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নিচে পড়ে গেলে হামলাকারিরা তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় কসকা বাজার ও ছনুয়ায় উত্তেজনা ও আতংক বিরাজ করছে। খবর পেয়ে ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী, ওসি (তদন্ত) শহীদুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। নিহত শফিউল্লাহ ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের ইসমাইল মাঝি বাড়ির বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পিতা। তিনি ৪ ছেলে, ৪ মেয়ের জনক। রাতে লাশ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে আনা হয় বলে ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্লাহ জানান, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে তিনি মনে করেন। এর আগে গত দুই বছর আগে ফরিদ মেম্বার কুপিয়ে হাতের তিনটি আঙ্গুল ফেলে দিয়েছিল নিহত শফিউল্লাহ ও তার ছেলেরা। এনিয়ে মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *