আফতাব হোসেন মমিন ভূঁঞা :
মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদে ফেনী জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উদ্যোগে আজ ১৩অক্টোবর শনিবার সকাল ১০টায় ফেনী’ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে (ট্রাংক রোড) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মীর অাব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন নোয়াখালী জেলা পূর্বাঞ্চলীয় বিএলএফ ডেপুটি লিডার বীর মুক্তিযোদ্ধা অাজিজুল হক চাষী, ফেনী জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অাব্দুর রহমান, দাগনভূঁঞা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল বাঙ্গালী, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রুপক হাজারী, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সিরাজুল হক জনি, সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক এতেশামুল হক বিপ্লব, অাফতাব হোসেন মমিন ভূঁঞা, দাগনভুঞা উপজেলা সভাপতি আজিম সিদ্দিকী , সোনাগাজী পৌর সভাপতি বোরহান খান প্রমুখ ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর অাব্দুল হান্নান বলেন অামরা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছি মুক্তিযোদ্ধা কোটা বা সন্মানী ভাতার জন্য নয়, অামরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি এ দেশের স্বাধীনতার জন্য। দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু অামাদের সন্মান দিয়ে চাকুরীতে ৩০% কোটা চালু করেছিলেন। কিন্তুু দুর্ভাগ্য হলেও সত্য ৭৫ এর ১৫আগস্ট বঙ্গবন্ধু কে স্বপরিবারে হত্যার পরে তৎকালীন সরকার গুলো ৩০% কোটা অব্যাহত রাখেনি, ৯৬তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় অাসার পর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য সন্মানী ভাতা চালু করেন।
২০০৪ সাল থেকে স্বাধীনতা বিরোধী চক্র জামাত- শিবির মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য বিভিন্ন ভাবে অান্দোলন করে জননেত্রী শেখ হাসিনার সরকার কে বিব্রতকর অবস্থায় ফেলে, যার পরিপ্রেক্ষিতে সরকার মুক্তিযোদ্ধা কোটা সহ সব কোটা বাতিল করে।
অামরা ফেনী জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদাত্ব অাহবান জানাচ্ছি যে বঙ্গবন্ধু প্রদত্ত মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল এর জন্য।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অারো উপস্থিত ছিলেন ফেনী জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সকল উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।