নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ঢাবির নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের নির্বাচিত সদস্য নীলিমা অাখতার।
গতরাতে সুফিয়া কামাল হলে জনৈক ছাত্রীর পা কাটার ব্যাপারে তিনি জানান, সুফিয়া কামাল হলের যে মেয়েটির ছবি ভাইরাল হয়েছে, ওর রগ কাটেনি। ও সেই সময় অত্যাচারিত অন্য একটি মেয়ের চিৎকার শুনে প্রতিবাদে ছাত্রলীগের নেত্রীর রুমের গ্লাসে লাথি মেরেছিল। যে শিক্ষক তাকে পাশের হাসপাতালে নিয়েছেন, তাঁর কাছে ওই ছাত্রীই এটা বলেছে। সেই শিক্ষকের সাথে তার কথা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতেও পাবেন এ তথ্য। তবে, ওখানে বিশৃঙ্খলা হওয়ায় সাধারণ ছাত্রীরা বিরূপ পরিস্থিতিতে পড়েছিল। আক্রমণের স্বীকার হয়েছে। সাধারণ ছাত্রীরা ভীষণ ভয় পেয়েছে। ওই ঘটনায় দোষী ছাত্রলীগ নেত্রী এষাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছেন উপাচার্য।
আহত ছাত্রীকে হলের পাশের সরকারী কর্মচারী হাসপাতালে নেয়া হয়েছিল। পরে মগবাজারে তার লোকাল গার্ডিয়ানের বাসায় গেছে বলে জেনেছেন তিনি।
তিনি অারও জানান, হলে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে তিনি নিজেই খুব শংকিত। শান্তিপূর্ণ সহাবস্থান চেয়ে তিনি বলেন, সবারই সংযত হওয়া দরকার।