নিউজ ডেস্ক : রবিবার দিনব্যাপী শাহবাগে কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচী পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
উক্ত কর্মসুচির সরকারের বিরুদ্ধে শ্লোগান ও ভাংচুরের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল বাংলাদেশ ছাত্রলীগ।
উত্তেজনামুলক পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ডিএমপি। এসময় কাটাবন ও এলিফেন্ট রোড় এলাকা হয়ে শত শত মুখোশধারী শিবির ক্যাডারদের শাহাবাগের বিক্ষোভে প্রবেশ করতে দেখেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছিল পুলিশ। ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ কারীরা অারও ব্যাপক ভাংচু্র চালায়। এক পর্যায়ে ভিসির বাসভবনে অগ্নিসংযোগ করে তারা।
সাধারন ছাত্রদের প্রশ্ন একটি ন্যায্য দাবীতে বিক্ষোভ চলছিল, হঠাৎ সেখানে মুখোশধারীদের প্রবেশ কেন? এরা কারা? এদের উদ্দেশ্য কি ছিল? পুলিশি হস্তক্ষেপ না হলে এখানে কি হত?
রাতে অান্দোলন কারিদের সাথে অালোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য সেতুমন্ত্রী কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।