সুনামগঞ্জে জমিতে গরুর ধান খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ নিহত 

নিজস্ব প্রতিবেদক :

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুবাজপুর নতুনপাড়া গ্রামে জমিতে গরুর ধান খাওয়া নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টায়  কুবাজপুর নতুন পাড়া গ্রামের বৈষ্ণব করের জমিতে একই গ্রামের নুরুল হকের গরুর ধান খাওয়া নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অন্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের ছুলফির  আঘাতে মোঃ নুরুল মোঃ নুরুল হক(৫০) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিসি।থতি নিয়ন্ত্রনে আনে। এতে উভয়পক্ষের আহতরা হলেন নুরুলের পক্ষের মারফত উল্ল্যাহ’র ছেলে গোলজার হক(৩০), নুরুল  ইসলামের ছেলে শরিফ উদ্দিন(২২),নুরুল হকের ছেলে াইমন(১৮),সহোদর সাইদুল ইসলাম(২৫) বৈষ্ণব করের পক্ষে তার সহোদর করুণা কর(৪২)। তাৎক্ষনিক বাকি আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন,সুভাষ করের ন্ত্রী শিবলী রানী কর(৩৫),পাখি করের ন্ত্রী সীমা কর(৩২) ও বুদা করের ছেলে করুণা কর ।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুণ অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *