ফেলানি হত্যা সহ সীমান্তের সকল হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা হবে

মাে. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হােসেন কমলপুর সীমান্ত পরিদর্শনকালে বলেছেন সীমান্তে ফেলানি হত্যা সহ সকল হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সীমা এলাকা পরিদর্শন শষ বড়গ্রাম বিওপির সামন ২৯ বর্ডারগার্ড এর আয়ােজন ও দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারল মাে. আবুল হোসেন (পিএসসি এনডিসি)।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুর এর বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমদ চৌধুরী (এনডিসি পিএসসি), বিজিবির হেডকােয়ার্টারের এডিশনাল ডিজি জিল্লুল, দিনাজপুরের বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মাে. জাকির হোসেন (পিবিজিএমএস), ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাে. কােরবান আলী, কমলপুর ইউপি চেয়ারম্যান মাে. জুয়েল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *