মাে আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের খয়েরবাড়ি মাদ্রাসার অফিস সহকারি লিয়াকত আলীকে প্রকাশ্যে দিবালােকে হত্যার ঘটনায় হত্যাকারিদর বাঁচাত নিহত ব্যক্তির স্ত্রী-সান্তান, বাবা-ভাইকে না জানিয়ে ওই ইউনিয়নের আওয়ামীলীগের সমর্থক চেয়ারম্যান আ. আজিজ মন্ডল অতি উৎসাহী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন বলে অভিযােগ পাওয়া গেছে।
ঘটনায় দৌলতপুরের চেয়ারম্যান আ. আজিজ কর্তৃক হত্যাকারিদের বাঁচানাের অভিযােগ এনে হত্যার শিকার মাে লিয়াকত আলীর স্ত্রী তাইফুন বেগম দিনাজপুর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযােগ এবং দিনাজপুর আদালাতে মামলা দায়ের করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করতে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মাে. মােকছেদ আলীকে আদেশ দিয়েছেন।