নিজস্ব প্রতিবেদক :
বিএনপি সমর্থক বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘একজনের প্রজ্ঞার কাছেই হারছে বিএনপি। তিনি হলেন শেখ হাসিনা। শেখ হাসিনার কৌশল কি এটা বিএনপি জানে না, বুঝতেও পারছে না। তিনি একাই বিএনপিকে পরাস্ত করেছেন।’
বাংলা ইনসাইডারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ চারিতায় ডা. জাফরুল্লাহ এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আলাদা করুন, খালেদা জিয়াকে আলাদা করুন। দেখবেন বিএনপি আওয়ামী লীগের চেয়ে অনেক শক্তিশালী দল। দুই দলের পার্থক্য শুধু একজন শেখ হাসিনা।’
ডা. জাফরুল্লাহ মনে করেন, ‘আওয়ামী লীগের নেতারাও জানেন না, শেখ হাসিনার কৌশল কি। কাদের তো কেবল বক্তৃতা দিয়ে বেড়ায়। ওটাই ওর কাজ, ওকে ওই দায়িত্বই দেওয়া হয়েছে। শেখ হাসিনা যাকে যতটুকু ব্যবহার করা দরকার ততটুকুই করছেন। পুরো মাস্টারপ্লান একমাত্র তাঁর কাছেই আছে। প্রবীণ এই মুক্তিযোদ্ধা চিকিৎসক বলেন, ‘শেখ হাসিনা ইতিহাসে অমর হবেন। এই জন্য আমার বিশ্বাস এবং কামনা নির্বাচনের আগে তিনি চমক দেবেন। উদারতার উদহারণ তৈরি করবেন। সবাইকে নিয়ে একটা নির্বাচন করবেন।’ ডা. জাফরুল্লাহ বলেন, ‘শেখ হাসিনা ছাড়া আর কেউই বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না।’