সড়ক দুর্ঘটনার কবলে অা’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন

ফেনী প্রতিনিধি :

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক  জহির উদ্দিন মাহমুদ লিপটন। সোমবার (২৬) বেলা তিনটার দিকে সোনাগাজী থেকে ঢাকায় যাওয়ার পথে ধলিয়া সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলা তিনটার দিকে সোনাগাজী থেকে জহির উদ্দিন মাহমুদ লিপটন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে সোনাগাজীর ধলিয়া সাইনবোর্ড এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তার গাড়িটিকে চাপ দেয়। এতে তার গাড়ির ডান পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়।তবে তিনি অক্ষত অাছেন । খবর পেয়ে পুলিশ, গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মিরা ঘটনাস্থলে ছুটে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *