রোগ নিরাময়ের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ : খোনার আটক

ফেনী প্রতিনিধি : পরশুরামের গুথুমা গ্রামের বৃহস্পতিবার সকালে আলমগীর (৩৫) নামের এক যুবককে ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের শহীদউল্লাহ (৫২) কর্তৃক জ্বীন -ভুত দৌড়ানোর গুনিন ( খোনার) হরফা গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনা জানার পর ফুলগাজীর মুন্সিরহাট হাসপাতালে  দেখতে যান ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মন্জুরা আজিজ, উপজেলা আ-লীগ সভাপতি হাজী জামাল।

অভিযোগের ভিত্তিতে খোনার শহীদুল্লাহ কে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *