চট্টগ্রাম ব্যুরো :
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন শীতলিয়া গ্রামের টাইম’স স্কয়ার হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৩ মার্চ ২০১৮ ইং তারিখ ০৬৩০ ঘটিকার সময় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম, পিপিএম এর নেতৃত্বে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্নিত স্থানে পৌঁছালে একজন ব্যক্তির চলাচল সন্দেহজনক মনে হওয়ায় র্যাব সদস্যরা তাকে দাঁড়ানোর সংকেত দিলে সে র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষনিক র্যাব সদস্যারা ধাওয়া করে আসামী সোহাগ তালুকদার (৩০), পিতা- মৃত ফারুক তালুকদার, গ্রাম- কুরুমখোলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, বর্তমান ঠিকানা- ৮২/সি/২, মাদারটেক বাজার, থানা- সবুজবাগ, ডিএমপি ঢাকা’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১১,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।