চট্টগ্রাম ব্যুরো :
মোঃ খায়রুল ইসলাম(২৮) পিতা-আব্দুল খালেক হাবিলদার, মাতা-মৃত খায়রুনেচ্ছা, সাং- মরিষ্যাচর, বসুগাইনের বাড়ী, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে-কলসীদিঘীর পাড়, রেলবীট সংলগ্ন, ফারুকের কলোনী, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
জব্দকৃত আলামত- ১ টি দেশীয় তৈরী এলজি ও ০৩রাউন্ড কার্তুজ ১টি লেনেবো লেপটপ, ছিনতাইকাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ১৫বৎসর পূর্বে আসামী খায়রুল ছিল ছিচকে চুরির মাধ্যমে অপরাধ জগতে প্রবেশ করে। সে সময় বায়েজীদ থানা এলাকায় বিভিন্ন ফ্যাক্টরির লোহা, রাস্তায় চলাচল গাড়ীর মালামাল ও বিভিন্ন বাসার জানালা দিয়ে চুরি করিত। একপর্যায়ে চট্টগ্রাম মহানগরীর পেশাদার ছিনতাইকারী হামকা নূর আলম ও হাতকাটা জাহাঙ্গীর এর হাত ধরে গত ২০১০ সালে এ পথে অগ্রসর হয়।