ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের বিভিন্ন স্থানে মঙ্গলবার বিকালে নাশকতা প্রতিরোধ ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: মনিরুজ্জানের নেতৃত্বে ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী, দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ, ডিবি পুলিশের ওসি মো: হারুন উর রশিদ ও ওসি (তদন্ত) মো: শহিদুল ইসলাম, ইন্সপেক্টর ওমর হায়দার সহ বিপুল সংখ্যক পুলিশ অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের পাঠানবাড়ি রোড, জঙ্গি আস্তানা হিসেবে সন্দেহজনকভাবে ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের পিছনে একটি বাড়ি ঘেরাও করে রাখে। সেখানে কোন জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। পরে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ ও রামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এছাড়া শহরের এসএসকে রোড ও ট্রাংক রোডসহ বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশী করা হয়।