মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জের এখালাছপুর ফাযিল ডিগ্রী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। একলাসপুর কল্যাণ ফাউন্ডেশানের উদ্যোগে গরীব অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান ও নূরানী প্রথম জামাতের শিশুদের ছবক দান কাযক্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও গ্লোব গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ মামুনুর রশিদ কিরন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার গভনিং বডির সভাপতি আলহাজ্জ জামাল উদ্দিন, এতে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসাইন, আ’লীগ নেতা মোশারেফ হোসেন মানু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, আ’লীগ নেতা আলমগীর কবির আলো প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন, গরীব অসহায় হতদরিদ্রদের আর্থিক অনুদান দিয়ে তাদের লেখাপড়ার মানউন্নয়ন ও নূরানী প্রথম জামাতের শিশুদের ছবক দান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।