অতিরিক্ত  আইজি মোখলেসুর রহমানের সাথে জেলা পুলিশের মতবিনিময়

ফেনী প্রতিনিধি : থানা সমূহে শিশুবান্ধব , জঙ্গি তৎপরতা ও মাদক নির্মূল বিষয়ে ফেনী জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেছুর রহমান পিপিএম(বার) ।বুধবার বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলার, থানা ও ফাড়ি পুলিশের কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন।

 

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা পুলিশ পুলিশ সুপার এএসএম জাহাঙ্গীর আলম সরকার। প্রধান অতিথি পুলিশের এডিশনাল আইজি (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. মোখলেসুর রহমান তার বক্তব্যে পুলিশকে জনগনের সেবায়, কল্যানে ও আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করতে নির্দেশ প্রদান করেন। উপস্তিত ছিলেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি ডঃ এসএম মনিরুজ্জমান।

উল্লেখ্য যে বঙ্গবন্ধুর খুনিদের গ্রেফতারকারী প্রথম পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন এবং অপারেশন) মোখলেসুর রহমান সম্প্রতি সরকারি সর্বোচ্চ পদ ‘গ্রেড-১’-এ পদোন্নতি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *