মোহাম্মদ ইকবাল হোসাঈন :
সোনাগাজীতে প্রাথমিক শিক্ষা উপকরণ মেলা শুরু হয়েছে। ১১মার্চ রোববার সকালে বালিকা প্রাথমিক বিদ্যালয় অনুৃষ্ঠিত মেলা পরিদর্শন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নিজাম উদ্দিন অাহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অাঞ্জুমান অারা বেগম, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির সেলিম, সাবেক সভাপতি জান্নাতুন নাহার কাজল, নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল অামিন পলাশ, দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক অাজকালের খবর প্রতিনিধি ছালাহ উদ্দিন, মাস্টার নুরুল করিম সাইফুল প্রমুখ।
মেলায় উপজেলার ৫টি গুচ্ছ অংশ গ্রহন করেন। উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভাকে পাঁচ ভাবে ভাগ করা হয়েছে বলে জানান মেলা উদযাপন কমিটি।