স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে দেশের অগ্রযাত্রা বন্ধ করে দেয় : শেখ হাসিনা 

 

বাসস :

১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এসে দেশের অগ্রযাত্রা বন্ধ করে দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শুক্রবার সন্ধ্যায়, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটউশন মিলনায়তনে ঐতিহাসিক ৭’ই মার্চ নিয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, ১৯৭১ এর ৭’ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের আবেদন কখনোই মুছে যাবে না।

 

এ সময় তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে ব্যতিক্রম ছিলো আলবদর, রাজাকার, স্বাধীনতাবিরোধি চক্র। তারা পাকিস্তান ভুলতে পারিনি। ৭৫ এর পর তারাই ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে আমাদের উন্নয়নের সকল গতি নষ্ট করে দিয়েছে।বাংলাদেশের ইতিহাস বিকৃতি করেছে।’

 

তিনি আরো বলেন, ‘৭ই মার্চের ভাষণ বাজানো যেতনা। এ ভাষণ নিষিদ্ধ ছিলো। আজকে সে ভাষণ বিশ্বের সে শ্রেষ্ঠ ভাষণের মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। একজন নেতা তার জীবনের সবকিছু দিয়ে মানুষকে ভালোবেসে সংগ্রাম করে জেল অত্যাচার সহ্য করেও দেশের জন্য যা করেছেন এর তুলনা বোধ আর কিছুর সঙ্গে হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *