সাহাব উদ্দিন :
ফেনীর ফুলগাজীতে পুলিশ একজন সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছেন। তার নাম মো.আবদুর রহিম (৫৫) । সে উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামের হাজী নুর ইসলামের ছেলে। বৃহস্পতিবার ৮ মার্চ রাতে নুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফুলগাজী থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন চৌধুরী জানান, আবদুর রহিম দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছেন। বৃহস্পতিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ জিএমহাট ইউনিয়নের নুরপুুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৯৯৭ সালের অক্টোবরে জিএমহাট বাজারে শ্রীচন্দ্রপুর গ্রামের বিমল নামে এক ব্যক্তি খুন হয়।
ফুলগাজী থানার ওসি (তদন্ত) পান্না লাল বড়ুয়া জানান, খুনের ঘটনায় আবদুর রহিমকে আসামি করা হলে আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল প্রদান করেন। বৃহস্পতিবার ৮ মার্চ আসামিকে কারাগারে প্রেরন করা হয়েছে।