ফেনী প্রতিনিধি :
অাজ ২৫ফেব্রুয়ারি ২০১৮ ইং জোহরের নামাজের সময় ফেনী শহরের জহিরিয়া মসজিদ এর এক মুসল্লির (কৃষি কর্মকর্তার) ব্যাগভর্তি একটি লেপটপ ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
পরে মসজিদ এর সিসি ক্যামরা থেকে চোরের ছবি সংগ্রহ করা হয়। তাকে চিনতে পারলে পুলিশ অথবা মসজিদ কমিটিকে সন্ধান দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে ।