প্রেস বিজ্ঞপ্তি: ফেনী জেলার সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর কুটিরহাট মাদরাসা মোকাম যুব সমাজের উদ্যোগে শুক্রবার বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম’র স্বরণে টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
চরমজলিশপুর ইউপি’র চেয়ারম্যান এম এ হোসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) হারুনুর রশিদ, চরদবেশ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম ভুট্ট, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিদ্দিক আল মামুন, ভোরের সময় জেলা প্রতিনিধি কাজী এস নোমান, চরমজলিশপুর ইউপি’র যুবলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, আজকালের খবরের জেলা প্রতিনিধি এ কে আজাদ, টাইমস অব ফেনীর দাগনভূইয়া প্রতিনিধি আবদুল মুনাপ পিন্টু, নোয়াখালী প্রতিদিনের প্রতিনিধি দেওয়ান ইকবাল, আজকালের খবর ও প্রথম কন্ঠের দাগনভূইয়া প্রতিনিধি আমির হোসেন বিজয় প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে জোড়াতালি ক্রীড়া চক্রর কুঠির বনাম মাতুভূঞা সমাজকল্যাণের মুখোমুখি হয়।