ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় সৈয়দ নওশাদ উল্লাহ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে নাসিরনগর উপজেলা বিএনপি। বহিষ্কৃত নওশাদ উপজেলার ১০ নম্বর গোকর্ণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল সৈয়দ নওশাদ উল্লা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আওয়ামী লীগ প্রার্থীর প্রচরণায় নওশাদের ছবি দেখা গেছে। এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে বহিষ্কৃত বিএনপি নেতা সৈয়দ নৌওশাদ উল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।