নিজস্ব প্রতিবেদক :
সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সোনাগাজী বাইকার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু পাটোয়ারীর জানাযায় সাধারণ মানুষের ঢল।
আজ সোমবার সকাল ৯টায় উলামাবাজার মাদ্রাসা মাঠে মাদ্রাসা মোহতামীম শাইখুল হাদীস নুরুল ইসলাম আদীব সাহেব উক্ত জানাযার নামাজের ইমামতি করেন।
জানাযায় সোনাগাজী পৌর মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, সাবেক চরদরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবু সুফিয়ান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের সভাপতি ভুলু মিয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা উপদেষ্টা মুফতি আহছান উল্লাহ, উপজেলা সভাপতি হাফেজ হিজবুল্লাহ, যুব আন্দোলন উপজেলা সভাপতি ইব্রাহীম মোহাম্মদ সাকিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল হক, ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূইয়াঁ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
উল্লেখ্য গতকাল ১৮ই ফেব্রুয়ারী রবিবার সন্ধায় ফেনীর মহিপাল সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় আনোয়ার হোসেন মিন্টু পাটোয়ারী মারা যায়।