খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
স্থানীয় এবং নিরাপত্তাবাহিনী সূত্রে জানাযায়, ১জানুয়ারি রোববার দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাস ভবনে এ অভিযান চালানো হয় এবং বাস ভবনের ছাদের এক পাশে তার স্বীকারোক্তির ভিত্তিতে। যৌথবাহিনী অভিযান চালিয়ে বিদেশি তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: আরিফ ইকবাল এবং রামগড় সহকারী পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে নির্দিষ্ট সময়ের মধ্যেই অস্ত্র ও আসামিকে আদালতে প্রেরণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় সুত্রে জানা যায় আটককৃত চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে জেলা সদরের আদালতে প্রেরণ করা হচ্ছে।
উল্লেখ্য, সুপার জ্যোতি চাকমা বিগত উপজেলা পরিষদ নির্বাচনে একটি আঞ্চলিক রাজনৈতিক দলের সর্মনথে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।