সোনাগাজী প্রতিনিধি:
ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বাইকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু (২৬) নিহত হয়েছেন।
জানা যায় , রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মহিপাল সংলগ্ন র্যাব-৭ ফেনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সে মহিপাল থেকে লালপুলের দিকে আসার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মিন্টু মৃত্যু বরণ করেন।
নিহত মিন্টু চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেখ আহাম্মদ পাটোয়ারি বাড়ির মৃত মো. হানিফ মিয়ার পুত্র।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উপজেলা ছাত্রদল অাহ্বায়ক হাসান মাহমুদ।