ওমর ফারুক ঈসান.ফটিকছড়ি :
কুতবে অালম হযরত মাওলানা শাহসুফী সৈয়দ মীর অাহমদ মুনিরী (রহ.)’র ৪০তম বার্ষিক পবিত্র ওরছ শরিফ বৃহস্পতিবার মুনিরীয়া দরবার শরীফে শাহ সৈয়দ মীর ছাহারা মন্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফের পীর ছাহেব, পীরে ত্বরীকত হযরতুলহাজ্ব অাল্লামা শাহসুফী সৈয়দ মুহাম্মদ অাবু জাফর মুনিরী,
উপস্থিত ছিলেন, মীর ছাহারা মন্জিলের বড় শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ অাবু শোয়াইব মুনিরী মেজ শাহজাদা সৈয়দ মুহাম্মদ অাবু নাছের মুনিরী, ছোট শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ অাবু ছাদেক মুনিরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, মুহাম্মদ অাবু ফয়সাল লিটন।
,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৩ নং লেলাং ইউপির সাবেক চেয়ারম্যান অালহাজ্ব মুহাম্মদ কুতুব উদ্দিন মুহুরী, হযরতুলহাজ্ব মাওলানা অধ্যক্ষ হারুন রশিদ মুনিরী, অালহাজ্ব মুহাম্মদ অাব্দুছ ছালাম, সাবেক চেয়ারম্যান ৮নং রাঙ্গামাটিয়া ইউপি, অালহাজ্ব মুহাম্মদ অাইউব, অালহাজ্ব কুতুব উদ্দিন, অালহাজ্ব নেজাম উদ্দিন, মুহাম্মদ মঈন উদ্দিন কাদের লাবলু, অালহাজ্ব মুহাম্মদ তাসলিম উদ্দিন, মুহাম্মদ হানিফ, অালহাজ্ব কামাল উদ্দিন, মুহাম্মদ খোরশেদুল অালম, মুহাম্মদ মহিউদ্দিন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কাদেরীয়া তৈয়্যববীয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ্ হযরতুলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান অাল কাদেরী ।
বিশেষ বক্তা ছিলেন, মাওলানা নুরুল অালম মুনিরী, মাওলানা সৈয়দ জাহাঙ্গীর অালম মুনিরী, মাও, কুতুব উদ্দিন মুনিরী,
এতে হাজার হাজার অাশেকান ও ভক্তগণ অাল্লাহু অাল্লাহু ধ্বনিতে মুখরিত করেন।।