রাজবাড়ীতে সাংবাদিক রবিউল’র হস্তক্ষেপে বাল্য বিবাহ স্থগিত 

 

রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়নের নিজ পাড়া গ্রামে সাংবাদিক রবিউল ইসলাম ও দেবাশিস বিশ্বাসের হস্তক্ষেপে বন্ধ হলো  ১০ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর বাল্য বিবাহ।।

 

জানাগেছে, বানিবহ ইউনিয়নের মইসপাড়া ভেরইল গ্রামের আবজাল হোসেনের মেয়ে ১০ম শ্রেণীতে পড়ু–য়া ১৪ বছর বয়সী মেয়ের সাথে লক্ষি নারায়নপুর গ্রামের মোঃ সেলিম ব্যাপারীর ছেলে মোঃ সুজন ব্যাপারীর সাথে ৯ ফেব্রুয়ারী শুক্রবার বিবাহের দিন ধার্য হয়।

 

এই বাল্য বিবাহ গোপনে দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে মেয়েকে তার খালার বাড়ি বানিবহ নিজপাড়া গ্রামে নিয়ে রাতের আধারে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেন মেয়ের পরিবার।

 

শুক্রবার রাত ৮টার দিকে একটি বাল্য বিবাহ হবে বানিবহ এমন খবর পেয়ে রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশিস বিশ্বাস তাঁরা বাল্য বিবাহের কুফল ও প্রশাসনিক শাস্তির ব্যাপারে মেয়ের পরিবারের সকল কে বিষয়টি অবগত করেন।

 

পরে তারা মেয়েকে ১৮ বছরের আগে তাঁর মেয়ের বাল্য  বিয়ে দিবে না বলে প্রতিশ্রুতি দেন এবং বর পক্ষ কে চলে যেতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *