সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজীতে যুবদল কর্মীদের ছোড়া বোমার অাঘাতে অামিরাবাদ ইউনিয়নের দুই ছাত্রলীগ কর্মী অাহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বেগম জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে সোনাগাজী পশ্চিম বাজারে বিক্ষোভ মিছিল বের করে যুবদল কর্মীরা। উপজেলা অা’লীগ ও যুবলীগ নেতাদের নির্দেশে অামিরাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আইয়ুব নবী ফরহাদ ও উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক খন্দকার ইফতেখার এর নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যুবদলের মিছিলটি ধাওয়া করে।
ফরহাদ জানাণ, যুবদলের মিছিল থেকে যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীদের উপর বোমা ছোড়া হয়। বোমার অাঘাতে ছাত্রলীগ কর্মী হোনামিয়া ও একরাম এবং যুবলীগ নেতা মিলন অাহত হয়।
অাহতের সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।