শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে- এডভোকেট সামসুল ইসলাম

 

এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ

সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি,সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লায়) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা খুবই প্রয়োজন, জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশের দামাল ছেলেরা ক্রীড়াক্ষেত্রে সারাবিশ্বে মর্যাদা অর্জন করেছে। খেলোয়াড়রা যাতে ভালোভাবে অনুশীলন করতে পারে সেজন্য সরকার জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আধুনিক মানের ক্রীড়া সামগ্রী সহ ব্যাপক সহায়তায় দিয়ে যাচ্ছে। শুধু পড়ালেখা করলে হবে না। এর পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে। এরফলে মন ও শরীর সুস্থ থাকবে। কাজে আসবে একাগ্রতা ও চাঞ্চল্যতা। সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবকদের আন্তরিকতার সাথে গুরুত্ব দিতে হবে । মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন আন্ত:ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর উল্লেখ করে সামসুল ইসলাম বলেন আপনারাই পারেন আজকের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আজকের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিরাট ভূমিকা রাখবে এ আমার বিশ্বাস।

হাতিয়া রাধানগর মাঠে রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মিয়া ও রাড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় ও  কুলঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইতি রানী দাস, ছাইদুর রহমান সাজু, আইরিন বেগম,শিউলি রানী দাস, তাঁতী লীগ মহানগর শাখার সাধারন সম্পাদক নোমান আহমদ, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাদ মিয়া, দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাজ্জাদুর রহমান, নাগের গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুয়েদ আমীন, পিতাম্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকর সুয়েব আহমদ, নাচনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতেশ চন্দ্র দাস, গলিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেস চন্দ্র দাস, কেজি স্কুল প্রধান শিক্ষক সুবাস চন্দ্র দাস, মধ্য হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব চৌধুরী,  টংগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছির, সুরিয়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেতু চন্দ্র দাস, বরইতর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাছিত মিয়া, সোয়াতিয়র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা দাস,জারলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুটন দাস, তারাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর ব্রহ্মচারী, ধীতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা রানী দাস, ভাইট গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাস্পী রানী দাস, ধাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিময় মজুমদার, তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরণ তালুকদার, দিরাই উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম স্বপন, ছাত্রলীগ সভাপতি জুবেদ আলী প্রমূখ। পর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *