ফেনী প্রতিনিধি :
আজ ৬ ফেব্রুয়ারি, ২০১৮ দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান, ধর্মপুরের পূর্ব জের কাছাড়ের নতুন বাড়ির উত্তর পাশের ফাকা জায়গা থেকে উদ্ধার করা হয় ৮ বোতল ফেন্সিডিল। অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসায়ী ফিরোজ পালিয়ে যায়। এছাড়া রেল স্টেশনে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করা হয় নুরুল ইসলাম (৪২) ও মো: আনোয়ার হোসেন (৪০) কে। দুজনকে ছয় (৬) মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।
এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।