টাকার অভাবে ভর্তি হতে পারছেন না শৈলকুপার মেধাবী ছাত্র শাহিন

 

মােস্তাফিজুর  রহমান উজ্জল, ঝিনাইদহ :

পরের ক্ষেতে কামলা খেটে ও ইজিবাইক চালিয়ে লেখাপড়া শেখা শৈলকুপার শাহিন আলী এখন টাকার অভাবে ভর্তি হতে পারছে না। আগামী ১১ ফেব্রয়ারির মধ্যে কুড়ি হাজার টাকা জােগাড় করতে না পারলে তার শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে যাবে। শাহিনের বন্ধু মাহমুদা আনােয়ার জানান, স্কুল ও কলেজ জীবনে চরম অভাব অনটনের মধ্যে শাহিন ঢাকায় গার্মেন্টসেও কাজ করেছেন দুই মাস। কিন্তু পড়ালেখা ছাড়েননি। ইন্টার পাশ করার পর চান্স পেয়েছেন মানিকগঞ্জ মনু নার্সিং কলেজে। আগামী ১১ ফেব্রয়ারীর মধ্যে তার ভর্তির জন্য দরকার ২০ (কুড়ি) হাজার টাকা। এত টাকা জোগাড় করা তার পক্ষে  সম্ভব না। এ জন্য শাহিন দানশীলদের দারস্থ¯ হয়েছেন বলে মাহমুদা জানান। জানা গেছে, শাহিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দবীনগর গ্রামের হতদরিদ্র সিদ্দিকুর রহমানের ছেলে। শৈলকুপার রামচন্দ্রপুর কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে কেটেছে তার ছাত্র জীবন। মেট্রিক পাস করে ভর্তি হন শেখপাড়া দু:খি মাহমুদ অনার্স কলেজে। আইএ পাস করার পর তিনি উচ্চ শিক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাধা হয়ে দাড়িয়েছে দারিদ্রতা।

শাহিন আলী জানান, বিএসসি নার্সিং কলেজে ভর্তি হতে পারলে হয়তাে জীবনের মােড় ঘুরাতে সক্ষম হতেন। শাহিন আলীর সাথে যােগাযােগ ও বিকাশ নং ০১৮৩৭-১৪৩৪৪৮ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *