৮ফেব্রুয়ারি বিএনপি মাঠে নামতে পারবে না – স্বাস্থ্যমন্ত্রী নাসিম

 

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের লাল দিঘী মাঠে ১৪দলের উদ্যোগে সাবেক সিটি মেয়র ,নগর আঃলীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায়১৪দলের প্রধান সমন্বয়ক ওস্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,দেশে  তত্ত্বাবধায়ক  সরকার আর আসবে না-আসবে না,চক্রান্তকারীদের বিশৃঙ্খলা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা যাতে ৮ ফেব্রুয়ারি মাঠে নামতে না পারে, চট্টগ্রামের প্রতিটি উপজেলার গ্রামেগঞ্জে মাঠে থাকতে হবে। তাদের ঘরে ঢুকিয়ে দিতে হবে।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ১৪ দলের উদ্যোগে চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।এ সময় নগরীর লালদীঘি মাঠে শোকসভায় আসা নেতাকর্মীরা হাত তুলে স্বাস্থ্যমন্ত্রীর এ নির্দেশনা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাঠ দখলে রাখতে হবে। ১৪ দলের নেতাকর্মীরা এখানে আছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা এখানে আছেন। উনারা নির্দেশনা দেবেন। এবার লড়াই হবে শেষ লড়াই। তাদের ঘরে ঢুকিয়ে দিতেই হবে। সামনে নির্বাচন। এ নয় মাস গুরুত্বপূর্ণ সময়। উল্লাস করার সময় নেই। নির্বাচন হলো অস্বিত্ব রক্ষার লড়াই। এ নির্বাচন হলো আলোকিত বাংলাদেশ ও জঙ্গিমুক্ত বাংলাদেশ থাকবে কিনা? মহিউদ্দিন চৌধুরীকে যারা ভালোবাসেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করবেন। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনবেন।’

নগর আঃ লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, নগর আঃ লীগের সাঃ সম্পাদক,সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর এমপি, জাসদের নাজমুল হক প্রধান এমপি, জাসদের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের সাঃ সম্পাদক ও সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া, আঃ লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত মহিউদ্দিনের ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আঃ লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি এডঃএস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সাঃ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন,জাতীয় পাটি (জেপি) আহবয়ক আজাদ দোভাষ চৌধুরী।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম,জেলা প্রশাসক চেয়ারম্যান এম.এ সালাম,কেন্দ্রিয় আঃলীগ নেতা আমিনুল ইসলাম আমিন,দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দিন,সাঃসম্পাদক মফিজ চৌধুরী,প্যানেল মেয়র চৌধুরী হাসনী, মহিলা আঃলীগ নেত্রী রেখা আলম চৌধুরী,নগর যুবলীগ আহবায়ক মহিউদ্দিন বাচ্চু,কাউন্সিলর জহুর লাল হাজারী,এডঃ ইফতেকার সাইমুল,এডঃইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,শ্রমিক লীগ নেতা বখতেয়ার উদ্দিন , জাসদের জসিম উদ্দিন চৌধুরী বাবুল,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *