ঢাকা : যে রাষ্ট্রে গণতন্ত্র ও গণ মাধ্যমের স্বাধীনতা থাকবে সে রাষ্ট্রের মানুষ দরিদ্র থাকতে পারে না বলে মন্তব্য করেন ডেনমার্ক আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক ও এনএনিউজ ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক নঈম উদ্দিন খাঁন। তিনি আরও বলেন, গণতন্ত্র ও গণ মাধ্যমের মেরুদন্ড সোজা থাকলে রাষ্ট্রের উন্নয়ন হবে এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা ভালো থাকবে। অন্যদিকে গণমাধ্যম স্বাধীন থাকলে রাষ্ট্রে অনিয়ম -দূর্নীতি থাকবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত মেধাবী সরকার প্রধান পৃথিবীর কোন দেশে নেই। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ পরিচালিত হলে আগামী কয়েক বছরের মধ্যে দেশের দারিদ্রতা দূর হবে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকালে তার সম্পাদকীয় অনলাইন নিউজ পোর্টাল এনএনিউজ ডটকম’ পরিবার তার বিদেশ গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এনএনিউজ ডটকম’র সম্পাদক ও ফেনী জেলা অনলাইন প্রেস ইউনিটির সাধারন সম্পাদক নান্টু লাল দাস, নির্বাহী সম্পাদক কাজি মাসুদ, বার্তা সম্পাদক আতাউর রহমান , স্টাফ রিপোটার কামরুল হাসান, পালাশ ভৌমিক ,মিনহাজ প্রমূখ।