মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

 

এমদাদ খান খাগড়াছড়ি :

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, প্রশাসন থেকে শুরু করে কোন ক্ষেত্রেই আমাদের দেশের নারীরা পিছিয়ে নেই। তোমাদেরকেও উচ্চ শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। নিজেকে এবং পরিবারকে আলোকিত করতে হবে। তিনি বলেন শিক্ষা নয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বিদালয় মিলনায়তনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক।

 

মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন লিটন প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

 

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক এসএসসি পরীক্ষায় কৃতিত্বর সাথে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ ব্যাক্তিগত তহবিল থেকে পুরস্কার প্রদানের ঘোষনা দিয়ে দেশ ও সমাজের জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো ফলাফলের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *