সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ৩নং ওয়ার্ড অা’লীগের সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন করেছেন সোনাগাজী উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ।
শুক্রবার বিকালে মোহাম্মদপুর মোড়ে ওয়ার্ড অা’লীগের সাধারন সম্পাদক আবুল হাসেম এর সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুৃষ্ঠিত হয়।
ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফরিদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক অাবদুর রহিম মানিক, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন অাহ্বায়ক শেখ মুজিব,অা’লীগ নেতা তালেব অালী, উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন টিপু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন জীবন, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. হারুন প্রমুখ ।