সুনামগঞ্জ সংবাদদাতাঃ
সিলেটর দিনরাতের দিরাই শাল্লা প্রতিনিধি ও দৈনিক হাওর অঞ্চলের দিরাই প্রতিনিধি, দিরাইয়ের সর্ব প্রথম অনলাইন দিরাই নিউজের সম্পাদক ও প্রকাশক জাকারিয়া হুসেন জুসেফের আজ পঁয়ত্রিশ তম জন্মদিন। সাংবাদিক জাকারিয়া হুসেন জুসেফের জন্মদিনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ দিনের ১২ ঘটিকায় পারিবারিক ভাবে দিরাই পৌরসভাস্হ তার বাস ভবনে জন্মদিন পালিত হয়েছে। তার জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন,সিনিয়র সাংবাদিক সুনামগঞ্জ জেলার মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, এস এ টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক হাওর অঞ্চলের সম্পাদক মহতাব উদ্দীন তালুকদার, সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার, জিয়াউর রহমান লিটন, সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য সদস্য ফারহানা ইয়াসমিন সীমা, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, চনারচর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক : মো নাইম তালুকদার ছাত্রলীগ নেতা সুমন তালুকদার সহ অনেক শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব প্রমুখ। গুনীজন তার আগামী দিন সুন্দর হোক, এই শুভকামনা করে মহান পালনকর্তার নিকট তার দীঘায়ূ প্রার্থনা করেন। সাংবাদিক জাকারিয়া হুসেন জুসেফ সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে সম্ভ্যন্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
তিনি ব্যবসার পাশা-পাশি সাংবাদিকতা ও সমাজ সেবায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অগ্রণী ভুমিকা পালন করে থাকেন। তার জন্মদিনে দেশ-বিদেশের অনেক সুধী শুভেচ্ছা দেওয়া তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।