মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান হিটু (২২) নামে একজন নিহত হয়েছেন। ২৪.০১.২০১৮ ইং বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান হিটু উপজেলার নবগ্রামের সাবিরুল ইসলাম বল্টুর ছেলে। তিনি কাতলাগাড়ী বাজারের আমির ডেকোরেটরে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাজের উদ্দেশ্যে নছিমন গাড়িতে করে কাতলাগাড়ী বাজারে আসছিলেন। এমতাবস্থায় কাতলাগাড়ী বাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা ৩জন স্কুলছাত্রীকে সাইড দিতে গিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন চালক শিমুল হঠাৎ ব্রেক করলে নসিমন থেকে ছিটকে পড়ে যান হিটু। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন দুর্ঘটনায় নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।