মোহাম্মদ ইকবাল হোসাঈন:
‘পথের ধারে নাম না জানা ফুল, ওরা পথে ফোটে আবার পথেই ঝরে যায়। কেউ ওদের জড়ো করে মালা গাঁথে না। ওরা অযত্নে ফুটে থাকে, প্রকৃতির খেয়ালে, সূর্যের আলো আর বৃষ্টির জলে। আমরা তাদের হাতে বই, খাতা তুলে দেব, খোঁজ রাখবো, হাসবো, খেলবো। প্রতি শুক্রবার এক ঘন্টা ওরা নিরাপদে থাকবে আমাদের মাঝে, যাতে তারা নিজেদেরকে অসহায় ভাবতে না পারে।’এভাবেই পথশিশুদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘পথের ফুল’।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ সফিউল হক ফেনী রেলস্টেশনে অর্ধশত পথ শিশুকে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফেনী প্রেসক্লাবের (একাংশ) সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঞা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময়’র নিউজ ডেস্ক ইনচার্জ আরিফ আজম।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন আদরসহ এসময় অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ পথের ফুলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পেট্টোলিয়াম জেলি ও খাবার বিতরণ করা হয়।