আলাল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ :
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় পাগলা হাইস্কুল এন্ড কলেজের শহিদ মিনার বেধিতে দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তরু’র সম্পাদক ইয়াকুব শাহরিয়ারের ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
‘আপনার অতিরিক্ত টাকায় নিবারণ হোক একজন শীতার্তের শীত’ এই শ্লোগানকে সামনে রেখে ফেইচবুকে অর্থ সংগ্রহ করেন ইয়াকুব শাহরিয়ার। ফেইচবুকের প্রচারণা থেকে পাওয়া অর্র্র্র্র্থ থেকে ১শ ৫২ জন শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয় এ শীতবস্ত্র। শহিদ মিনার বেধিতে শীতবস্ত্র বিতরণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি এবং আগামীতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহŸান করেছেন। শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইনে দেলোয়ার হোসাঈন সহযোগিতা করেন।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন তফজ্জুল ইসলাম কিবরিয়া, মানছুর আহমদ, জানে আলম, আলাল হোসেন, নওরোজ আরেফিন নাহিদ ও নোহান আরেফিন নেওয়াজ প্রমূখ।