শোক সংবাদ :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দরগাহপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলী শুক্রবার রাত সাড়ে ৯ টায় তাহার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী …….রাজিউন।
তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো.নুরু উদ্দীন।
পারিবারিক সুত্রে জানাযায় বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলী দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন ছেলে, ও দুই মেয়ে রেখে যান। তাহার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শনিবার বিকাল ২ ঘটিকায় মরহুমের নিজ গ্রামে নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হবে।