কলম্বিয়ায় নির্মাণাধীন একটি ঝুলন্ত সেতু ভেঙ্গে নিহত ৯ ★ বাংলারদর্পন

ডেস্ক রিপোর্ট : কলম্বিয়ায় নির্মাণাধীন একটি ঝুলন্ত সেতু ভেঙ্গে কমপক্ষে ৯ জন শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।রাজধানী বোগোটায় ভিলাভিসেনসিও শহরের চিরাজারা সেতুর সাথে যুক্ত করার জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছিল।

প্রথম ছবিতে দেখা যায়, ঝুলন্ত সেতুটি ৪৫০ মিটার দীর্ঘ অংশটিই খাদে পরে গেছে।

দেশটি পরিবহনমন্ত্রী জার্মান কার্ডোনা এই ঘটনাকে কলম্বিয়ার ‘ট্র্যাজিডি’ উল্লেখ করে বলেন, শিগগরই সেতু ভেঙ্গে পরার সঠিক কারণ অনুসন্ধান করা হবে।

আহত শ্রমিকদের প্রতি সমবেদনাও জানান তিনি। তবে ঘটনার সময় খুব বেশি শ্রমিক সেতুতে কাজ করছিল না।

লুই আলভারাডো নির্মাণ শ্রমিক এল টাইমাপো পত্রিকাকে বলেন, যখন সেতুটি ভেঙে যাচ্ছিল সবাই চিৎকার শুরু করে দিয়েছিল। কিন্তু আমার মাথায় আঘাত লাগায় আমি পরে যাই।

নির্মাণ কর্মকর্তারা বলেন যে, দুর্ঘটনার সময় সৌভাগ্যবশত বেশি শ্রমিক সেতুতে ছিলেন না, কারণ কর্মীদের তখন নিরাপত্তার বিফ্রিং দেওয়া হচ্ছিল সংস্থার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *