ফেনীতে ডেন্টাল সোসাইটির সংবর্ধনা ও সম্মিলনী

এম.এমরান পাটোয়ারী:

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাশেম ও মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুলসহ কমিটির সদস্যদের সংবর্ধনা ও ডেন্টাল সার্জনদের সম্মিলনী অনুষ্ঠান ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ডেন্টাল সার্জনস্ ফোরাম ফেনীর সভাপতি ডা. কাজী মো. ইস্্রাফিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, সংবর্ধিত অতিথি অধ্যাপক ডা. মো. আবুল কাশেম ও ডা. হুমায়ুন কবির বুলবুল, বিএমএ ফেনীর সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস।
তাহমিনা তোফা সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জনস্ ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ, ডেন্টাল সার্জনস্ ফোরাম ফেনীর সদস্য ডা. মিজানুর রহমান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ডা. সিব্বির আহম্মেদ ওসমানি, সহ-সভাপতি শাহানা দস্তগীর সানি, ঢাকা ডেন্টাল কলেজ সন্ধ্যানীর সাবেক সভাপতি ডা. লুবনা সারমিন, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাাধারন সম্পাদক হারুন অর রশিদ ও ডেন্টাল সার্জনস্ ফোরাম ফেনীর সদস্য বৃন্দ।
সংবর্ধনায় অতিথিদের ক্যাপ ও উত্তরীয় পরিয়ে দেন আয়োজক কমিটির সদস্যরা। এছাড়া গান ও নৃত্য পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *