শহীদদের স্মরণে সিলেটে  মানব কল্যাণ ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরন – বাংলারদর্পন

 

প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন  সিলেট মহানগর শাখার শহীদদের   স্মরণে   অসহায় ও হতদরিদ্র  মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

 

আজ  নগরীর পশ্চিম পাঠানটুলার নর্থইষ্ট পেট্রোল পাম্পের সামনে বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি শাহ আলী হসান রাজার’ সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী পল্লব এর সঞ্চালনায়  উক্ত অনুষ্টানে  শীতবস্ত্র বিতরন করেন,বিতরনের পক্ষালে বক্তব্য রাখেন  সিসিকের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মখলিছুর রহমান কামরান শিমুলবাক  ইউপি চেয়ারম্যন মিজানুর রহমান জিতু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি  এডভোকেট বুরহান উদ্দিন দোলন, নিবাস বি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা গিয়াস মিয়া, নিবাস বি সংস্থার সম্পাদক সাইফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহাগ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক আল হেলাল।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশন মানুষের সেবায় সব সময় নিয়োজিত আছে। গরীব অসহায় মানুষজনের সেবা করাই মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান কাজ। প্রতি বছর শত-শত মানুষজনের সেবা করে যাচ্ছে নিস্বার্থ ভাবে মানব কল্যাণ ফাউন্ডেশন । আজীবন মানুষের সেবা করবে ইনশাল্লাহ।

 

এ সময় আরও উপস্হিত  ছিলেন, সহ সভাপতি ফেরদৌস আলম, রুহুল আমিন, ফকরুল ইসলাম মাসুম, জুলফিকার চৌধূরী রাজিব, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মিয়া, দপ্তর সম্পাদক ইমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন জয়, সুবির রায়, সদস্য নিরূপম, সালমান, ইমরান, আরিফ, রায়হান, কামরুল রেজা, আবু হানিফ, আব্দুস শহীদ চৌধুরী, মো: লুবলো মিয়া, ও সংগঠনের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *