নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি :
মাটিরাঙ্গা পৌর শ্রমিকলীগের দ্বিবার্ষিক কাউন্সিলে প্রতিদ্বন্ধি প্রার্থীদের পেছনে ফেলে মো: আবুল কালাম আলম সভাপতি ও মো: আবদুর রহিম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। ব্যাপক প্রচার-প্রচারনা ও উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা শ্রমিকলীগের নেতৃত্ব লাভ করে। কাউন্সিলে দুই সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন মো: ওগমর ফারুক ও মো: দুলাল মিয়া।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত টানা এক ঘন্টা ভোট গ্রহণ শেষে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক নির্বাচিতদের নাম ঘোষনা করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন লিটন, খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের আহবায়ক মো: জানু শিকদার, সদস্য সচিব আশীষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে মাটিরাঙ্গা পৌর শ্রমিকলীগের নবনির্বাচিতদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।